খুলনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
দৈনিক যুগান্তরের ২০ বছরে পদার্পনে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান গতকাল শুক্রবার খুলনা ব্যুরো অফিসের আয়োজনে পালিত হয়। বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও নাগরিক নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম,বিএনপি’র মহানগর সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ খান।
এছাড়া খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক মো: সাহেব আলী,স্থানীয় দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার,প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সুবীর রায়,মামুন রেজা ও মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাধারণ সম্পাদক মো: শাহ আলম,সাবেক সাধারন সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও এ.কে হিরু, সাবেক সহ সভাপতি আবু তৈয়ব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।