খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইয়াবাসহ আটক
দ. প্রতিবেদক
খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২) কে ৮০ পিস ইয়াবাসহ আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার তাকে খালিশপুর থানাধীন রোজ গার্ডেন নামক দোকানের সামনে থেকে আটক করা হয়। আটক ব্যক্তি খালিশপুর মেগার মোড়ের মৃত মৃত ইদ্রিস আলীর ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মোঃ জাহাংগীর আলম জানান, আটক মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এছাড়া তিনি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী। তার নিকট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে খালিশপুর থানায় অপর একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ