খুলনায় মোটরসাইকেল চোরচক্রের চার সদস্য ডিবি’র হাতে গ্রেফতার
দ: প্রতিবেদক
খুলনায় মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার মধ্যরাত ৩টার দিকে রূপসা থানাধীন রাজাপুর বাজার কদমতলা ঘাট সংলগ্ন বাবর মোল্যার খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি মোটরসাইকেল ও মোটর সাইকেলের ভূয়া কাগজপত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে মুরাদ শেখ (৫৪), বটিয়াঘাটা উপজেলার গাঁওঘরা গ্রামের ইমান আলী খাঁর ছেলে আজমল ওরফে আসলাম খাঁ (৩৫), বাগেরহাটের মোলাহাট উপজেলার মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে আব্বাস আলী মোল্লা (২৮) ও একই এলাকার মোশারেফ মোল্লার ছেলে বাইজিদ মোল্লা (২৩)।
ডিবি পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া ও এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম বাদী হয়ে রূপসা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।