November 26, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রি করায় ৪টি ফার্মেসীকে জরিমানা

দ. প্রতিবেদক
খুলনায় মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্যাম্পল) বিক্রি করায় ৪টি ফার্মেসী ও ভিন্ন অপরাধে একটি ঘোষ ডেয়ারীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। বুধবার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম তদারকিমূলক অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
এ বিষয়ে তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে তদারকি করে মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্যাম্পল) রাখায় নিউরণ ফার্মেসীকে ৩ হাজার টাকা, কুসুম ফার্মেসীকে ২ হাজার টাকা, জনতা মেডিসিন সাপ্লাইকে ৩ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অপর আরেকটি অভিযানে হরিনটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় তদারকি করে মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্যাম্পল) ও মিথ্য বিজ্ঞাপন দেওয়ায় মোল্লা মেডিকেল সেন্টারকে ৫ হাজার টাকা ও ঘি এর বোতলে মেয়াদ, মূল্য ও ওজন না থাকায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া ট্রাক স্ট্যান্ড পেয়াজের পাইকারি বাজারে তদারকি করে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, খুলনা।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *