খুলনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি করায় জরিমানা আদায়
দ. প্রতিবেদক
খুলনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অন্যান্য পণ্য বিক্রি করার অভিযোগে দুইটি ফার্মেসী ও একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
তিনি জানান, রবিবার আড়ংঘাটা থানাধীন রায়েরমহল বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় শুভ হেলথ সেন্টারকে ৪ হাজার টাকা ও আব্দুল মজিদ হেলথ সেন্টারকে ৩ হাজার টাকা এবং আড়ংঘাটা বাজারে মেয়াদ উত্তীর্ণ পানীয় রাখায় নিরিবিলি স্টোরকে প্রশাসনিক ব্যবস্থায় ১ হাজার জরিমানা করা হয়।
এসময় ঔষধসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করে সঠিক দামে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা, ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্যতালিকা যথাযথভাবে প্রর্দশন করাসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়। অভিযানে সহযোগিতা করেন আড়ংঘাটা থানা পুলিশ।