January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় মৃত নবজাতক উদ্ধারের ঘটনায় র‌্যাবের অভিযানে মাসহ আটক ২

দ. প্রতিবেদক
খুলনার রূপসা ফেরীঘাট এলাকায় নবজাতক শিশু ফেলে যাওয়া ঘটনায় সম্পৃক্ত থাকায় মৃত নবজাতক শিশুর মা সালমা বেগম (২২) ও তার সহযোগী প্স্পু বেগম @ লিপি (৪০) কে আটক করেছে র‌্যাব-৬। সোমবার দুপুরে অভিযান চালিয়ে রূপসার বাগমারা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটকদের রূপসা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সালমা রূপসা উপজেলার চর রূপসা বাজার রোডের মৃত মোসলেম শেখের মেয়ে এবং পুস্প একই এলাকার মোঃ শামীম শিকদারের স্ত্রী।
র‌্যাব-৬’র সহকারি পরিচালক (মিডিয়া এন্ড লিগ্যাল) এএসপি মো. মাহবুব উল আলম জানান, ‘সোমবার সকালে রূপসা ফেরীঘাট সংলগ্ন চর রুপসা গ্রামের জনৈক বাবুর চায়ের দোকানের পাশে নদীরপাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যা শিশুর লাশ পাওয়া যায়। কে বা কারা উক্ত নবজাতক কন্যা শিশুর লাশটি রাতের আধারে ফেলে রেখে যায়। এ বিষয়ে এলাকাবাসী ও জনমতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং বিষয়টি একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে পুলিশ কর্তৃক উক্ত নবজাতক কন্যা শিশুটির লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও জানান, ‘এ ঘটনার তথ্য প্রাপ্তির সাথে সাথে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী), খুলনার গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং নবজাতকটির লাশ দেখে এই ঘটনার সাথে নবজাতকের মার সম্পৃক্ততার কথা সন্দেহ করা হয়। র‌্যাব -৬ ঘটনার সাথে জড়িতদের সনাক্তকরনের জন্য গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করে। এক পর্যায়ে অপরাধীদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় এবং তাদের গ্রেফতারের জন্য জোরদার আভিযানিক ততপরতা শুরু করে। অভিযানের এক পর্যায়ে জানা যায় যে উক্ত মৃত নবজাতক কন্যা শিশুর মাতা ও তার সহযোগী বাগমারা গ্রামস্থ জনৈক হায়দার মাস্টার এর ভাড়াটিয়া ময়না বেগম এর বাসায় অবস্থান করছে। এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর ২টায় অভিযান পরিচালনা করে নবজাতক কন্যা শিশুর মাতা মোছাঃ সালমা বেগম ও তার সহযোগী পুস্প বেগম @ লিপিকে আটক করেন।’
তিনি বলেন, ‘আটককৃত মৃত নবজাতক কন্যা শিশুর মাতা মোছাঃ সালমা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত রবিবার রাত আনুমানিক ২টায় তার নিজ বাড়িতে মাতৃত্বকালীন প্রসব ব্যথা শুরু হলে উক্ত নবজাতক কন্যা শিশুটি ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে তার প্রতিবেশী খালা পুষ্প বেগম এর সহযোগীতায় নবজাতক কন্যা শিশুটিকে রূপসা ফেরীঘাট সংলগ্ন চর রূপসা গ্রামের জনৈক বাবুর চায়ের দোকানের পাশে নদীর পাড়ে ফেলে আসে।’

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *