January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় মা ইলিশ রক্ষায় অভিযান, আটক ৩

দ. প্রতিবেদক
খুলনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ পরিচালনা করেছে জেলা ডিবি ও রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রূপসার শৈলপুর খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদ থেকে ১০০০ ফুট কারেন্ট জালসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন- রূপসার যুগিহাটির সালাম শেখের ছেলে আল আমিন (২২), নবাব শেখের ছেলে মিঠু শেখ (২৬) ও রবিউল ইসলামের ছেলে রিয়াজ শেখ (১৮)।
খুলনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ও রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক তিনজনকে ৫০০০ টাকা জরিমানা ও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *