January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় মাদক নির্মূলে স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করার নির্দেশ পুলিশ কমিশনারের

দ. প্রতিবেদক
খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ কমিশনার মাসুদুর রহামান ভূঞা এঁর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি’র কমিশনার সকল পুলিশ সদস্যদেরকে পুলিশ রেগুলেশন বেঙ্গল (পিআরবি) এর রুল মেনে চলার আহবান জানান এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অনিষ্পত্তিকৃত মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি এবং মাদকদ্রব্য নির্মূলে স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করা।
উক্ত সভায় উপস্থিত আরো ছিলেন অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান (বিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি’র সকল অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ এবং অফিসার ইনচার্জবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *