খুলনায় মাদকবিরোধী অভিযানে আটক ১১
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেন্সিডিল এবং ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা রুজু করা হয়েছে। কেএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন- খুলনা সদর থানার ৫নং মাছঘাট গ্রীনল্যান্ড আবাসন ডি-ব্লাকের মৃত রহমান মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর(২৮), একই এলাকার মৃত আব্বাস হাওলাদারে ছেলে শীবলি হাওলাদার (৩৭), সোনাডাঙ্গা মডেল থানার ময়লাপোতা বস্তির মৃত কদম আলী ব্যাপারির ছেলে ইউসুফ ব্যাপারী (৪৮), সোনাডাঙ্গা মডেল থানার ছোট বয়রা কুন্ডুপাড়ার কেডিএ টিনশেড ঘর মৃত শেখ আব্দুল গফ্ফারের ছেলে মোঃ শেখ জাহাঙ্গীর হোসেন (৩৫), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মোঃ মোস্তফার ছেলে মোঃ হাসান (২১), দৌলতপুর থানার পাবলা দত্তবাড়ির মোঃ সাফায়েত মোল্যার মেয়ে মোসাঃ মনজিলা (৩৬) ও তানজিলা বেগম (৩৪), হরিণটানা থানার হোগলাডাঙ্গা বাঁশবাড়ীয়া একতার মোড়, লায়লার দোকানের পাশের মৃত মজিবর আকনের ছেলে মোঃ সরোয়ার আকন (২৭), একই এলাকার মোঃ সেলিম শরিফের ছেলে মোঃ টুলু শরিফ (২৪), খালিশপুর থানার পিপলস মুক্তিযোদ্ধা সংসদের পাশে, বাসা নং-৬৬৯, বিআইডিসি রোড এর মোঃ মধু কাজীর ছেলে মোঃ কাজী আবু ইউসুফ সোহাগ (২৪) এবং খালিশপুর থানার চিত্রালী বাজারের পিছনে মোঃ আজিজুলের ছেলে মোঃ আশিকুজ্জামান রাজু (২৫)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ