খুলনায় মাদকবিরোধী অভিযানে আটক ৮
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের মাদকবিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে ৮ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৬৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লবদ্ধ ৬ হাজার ৭০০ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার জানান, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- মোঃ জুম্মান ফকির (২৮), মোঃ ইসলাম শেখ (২৭), মোঃ মিরাজুল ইসলাম (২৫), মোঃ রেজাউল করিম (৩৭), মোঃ ইকবাল শেখ ওরফে ছোটন (৪৩), মোঃ সাব্বির শিকদার (২২), মোসাঃ সুলতানা বেগম ওরফে কাকলি (২৫), মোঃ মুরাদ হোসেন (৩২)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ