খুলনায় মাদকবিরোধী অভিযানে আটক ৪
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল, ৬০০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের হয়েছে।
আটকরা হলেন- নগরীর বানিয়াখামার এলাকার আবুল কালামের ছেলে আব্দুল হাকিম জনি (৩১), বাগেরহাটের মোঃ ফারুক শেখের ছেলে লিপন শেখ (২০), বাগেরহাট সদরের মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ মিরাজুল ইসলাম শাকিল (১৯), দৌলতপুরের মোঃ মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (৪৫)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ