খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজন আটক : কারাদণ্ড
দ: প্রতিবেদক
খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনা খ সার্কেলের অভিযানে প্রধানমন্ত্রী কার্যালয়ে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলেন তেরখাদা থানার পশ্চিম কাটেংগা, ৬নং ওয়ার্ড এলাকার হেমায়েত উদ্দিন মোল্যার ছেলে হাফেজ মিজবাহ উদ্দিন মোল্যা (২৮) ও পূর্ব কাটেংগা ২নং ওয়ার্ড এলাকার সেলিম উদ্দিন মোল্যা (৩২)। আসামীদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সূত্র জানায়, তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী এর নেতৃত্বে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনা খ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা ও সঙ্গীয় ফোর্স গত রবিবার রাতে অভিযান চালিয়ে তেরখাদা থানার পশ্চিম কাটেংগা, ৬নং ওয়ার্ড থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হাফেজ মিজবাহ উদ্দিন মোল্যাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। অপর একটি অভিযানে একই থানার পূর্ব কাটেংগা ২নং ওয়ার্ড থেকে মোঃ সেলিম উদ্দিন মোল্যাকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামী মোঃ মিজবাহ উদ্দিন মোল্যাকে ১ বছর ৪ মাস এবং মোঃ সেলিম উদ্দিন মোল্লা কে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।