খুলনায় মসজিদে মসজিদে দোয়া করার আহবান ইমাম পরিষদের
‘ঘূর্ণিঝড়’ ফণীর হাত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর রহমত কামনা করে আজ শুক্রবার জুম্মার নামাজের পর খুলনার মসজিদে মসজিদে দোয়া করার আহবান জানিয়েছেন খুলনা জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার পরিষদের এক বিবৃতিতে খুলনার সব মসজিদের ইমামদের প্রতি এ আহবান জানিয়ে এ বিবৃতি দেন ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ, সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, মাওলানা মোস্তাক আহমদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা আখম যাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ প্রমুখ।