খুলনায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
দ. প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল সোমবার সোনাডাঙ্গা ও রূপসা থানায় পৃথক দুটি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সোনাডাঙ্গা থানাধীন, পল্লীমঙ্গল এলাকায় তদারকি করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় পপুলার বেকারীকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। পৃথক আরেকটি অভিযানে রূপসা উপজেলা সেনের বাজার তদারকি করে মূল্য তালিকা না থাকা ও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ভাগ্যুল সুইটসকে চার হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দি সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে দুই হাজার টাকা, মূল্যবিহীন বিদেশী কসমেটিকস সংরক্ষণের দায়ে হাসান বেকারীকে এক হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখাসহ একজন ক্রেতার কাছে অতিরিক্ত পরিমাণ বিক্রয় না করার অনুরোধ জানানো হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি, খুলনা ও ক্যাব খুলনা প্রতিনিধি।