খুলনায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
দ: প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান-এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বটিয়াঘাটা উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বটিয়াঘাটা বাজারে তদারকি করে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি প্রস্তুত ও মূল্য তালিকা না থাকায় হারানচন্দ্র মিষ্টান্নকে ১ হাজার টাকা এবং মূল্য বিহীন বিদেশী কসমেটিকস সংরক্ষণের দায়ে মা কসমেটিকসকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
অপরদিকে অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে বটিয়াঘাটা বাজারে তদারকি করে মূল্য বিহীন বিদেশী কসমেটিকস সংরক্ষণের দায়ে অনিতা কসমেটিকস, চপল কসমেটিকস, অংকিতা কসমেটিকসকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয় হয়।
এছাড়া মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ এসিআই লবণ (উৎপাদন তারিখ এপ্রিল-১৯) সংরক্ষনের দায়ে সুরচি স্টোরকে ৫ শত টাকা জরিমানাসহ প্রায় ১০ কেজি লবণ বিনস্ট করা হয়। মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা মোতাবেক মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করা হচ্ছে কি না তা তদারকি করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি।