খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা
দ. প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল বুধবার ডুমুরিয়া ও সোনাডাঙ্গা থানায় পৃথক দুটি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার এলাকায় বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করে মূল্যবিহীন ঔষধ রাখার দায়ে জ্যেতিময় ফার্মেসীকে ৫ হাজার টাকা, মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখার দায়ে আছিয়া কসমেটিকসকে ২ হাজার টাকা, আপন কসমেটিকসকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। পৃথক আরেকটি অভিযানে সোনাডাঙ্গা থানার নিউ মার্কেট এলাকায় তদারকি করে মূল্য তালিকা না থাকায় বাদশাহ এর মুরগির দোকানকে ২ শত টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করাসহ লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি, খুলনা ও ক্যাব খুলনা প্রতিনিধি।