খুলনায় ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণকেন্দ্রে ৩০ জন ভিডিপি সদস্যদের ৭০ দিনব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, খুলনা মোঃ সেলিমুজ্জামান।
খুলনা রেঞ্জের পরিচালক প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়ন তথা ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে পারদর্শী ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট খুলনা আব্দুল্লাহ আল মামুন, সহকারী জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ও কম্পিউটার প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম।