খুলনায় বড়বাজারের আগুন নিয়ন্ত্রণে
খুলনার বড়বাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের নিরন্তন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার (০৫ অক্টোবর) দুপুর ১টার দিকে বড়বাজারের তুলাপট্টিতে আগুন লাগার ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, বড় বাজার নদী সংলগ্ন দোকানে আগুন লাগে।
বড় বাজার ছিট কাপড় দোকান মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, কংস বাণিজ্য ভান্ডার থেকে প্রথমে তারা ধোয়া দেখেন। ধোয়া দেখে বাজারে আগত ক্রেতারা দ্বিবিদিক দৌড়াতে থাকে। আগুন দেখে তিনি ফায়ার সার্ভিস ও নৌবাহিনীতে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। বড় বাজার শ্রমিক তাদের সাথে যোগ দেয়। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।
বড় বাজারের এক ব্যবসায়ী বলেন, বুধবার ১টার দিকে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অ্যালুমিনিয়ামের দোকানসহ ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।