January 21, 2025
আঞ্চলিক

খুলনায় ব্যাটারি চালিত রিকশা চালক ও হকারদের পুনর্বাসন দাবি বাম জোটের

খবর বিজ্ঞপ্তি

‘দুঃশাসন রুখে দাঁড়াও, বাম বিকল্প গড়ে তোল’ ¯েøাগানকে সামনে রেখে ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল, মজুরী কমিশন বাস্তবায়ন, কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিতকরণের দাবিতে এবং  পুনর্বাসন ছাড়া ব্যাটারি চালিত রিকশা ও হকার উচ্ছেদের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বামগণতান্ত্রিক জোট খুলনার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর শহীদ হাদিস পার্কে জনসভা ও পরে নগরীতে লাল পতাকা মিছিল বের হয়।

জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টুর সভাপতিত্বে এবং সিপিবি’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন দুলাল, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরাম সদস্য শফিউর রহমান শফি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য অরুণা চৌধুরী, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, ইউসিএলবি’র জেলা সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, বাসদ (মার্কসবাদী) খুলনা জেলা সদস্য রুহুল আমিন, বাসদ নেতা কোহিনুর আক্তার কনা, আব্দুল করিম প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *