January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাই

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে মো: আরজু (৩৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। আজ রবিবার রাত টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বিকে রায় রোডের সামিট স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার আরজু একজন মোবিল ব্যবসায়ী। নগরীর পাওয়ার হাউজ মোড়ে তার হিরা অটো মোবিল নামক একটি দোকান রয়েছে।
আরজুর ভাই মো: সারফারাজ বলেন, রবিবার সারাদিনের বেচা- কেনার শেষে আরজু ও তার বাবা নেক মোহাম্মাদ টাকা নিয়ে বাড়ী ফিরছিলেন। তারা বাড়ির নিকটে সমিট স্কুলের সামনে আসলে একটি মোটর সাইকেলে তিনজন এসে পথরোধ করে। এসময়ে তারা চাকু ও পিস্তল ঠেকিয়ে ১ লাখ ৭৮ হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে চলে যায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *