December 22, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় বেপরোয়া কিশোর গ্যাং, প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র নিহত

দ. প্রতিবেদক
খুলনায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে এলাকাভিত্তিক কিশোর গ্যাং। এবার নগরীর চাঁনমারি বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় আল ফায়েদ (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শুভ (১৮) নামে আরেক কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছে। তারা দু’জনই নগরীর বিকে ইউনিয়ন ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। কয়েক দফা সংঘর্ষের পর বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, খুলনা শিপইয়ার্ড মসজিদ গেট সংলগ্ন চৌধুরী বিলের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইদ্রিস শরিফের ভাড়াটিয়া শওকত আলীর পুত্র আল ফায়েদ (১৭) গত রবিবার সন্ধ্যার সময় চাঁনমারি বাজারের চুল কাটাতে গেলে সিনিয়র-জুনিয়র নিয়ে দু’পক্ষের বিবাদের জের ধরে প্রতিপক্ষরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এসময় তার বন্ধু শুভকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা আরও জানান, লাঠির আঘাতে আহত আল ফায়েদকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় মাওয়া ফেরিঘাটে সে মৃত্যুবরণ করে। একই ঘটনায় ছুরিকাহত শুভ (১৮) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর শিপইয়ার্ড এলাকায় দুই গ্র“প কিশোর গ্যাংয়ের মধ্যে আরেক দফা মারামারিতে আরেকজন গুরুতর আহত হয়ে সদর থানায় চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছে স্থানীয়রা জানান। পাল্টাপাল্টি হামলার ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, রবিবার রাতে প্রতিপক্ষের হামলায় চাঁনমারি এলাকায় স্কুলছাত্র নিহত হয়েছে। বিকালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে হাসিব (১৬) নামে একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাক বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। কেএমপি’র পক্ষ থেকে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। খুলনায় কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত আছে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *