খুলনায় বৃক্ষমেলা উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা
তথ্য বিবরণী
খুলনায় ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা খুলনা সার্কিট হাউজ মাঠে চলছে। বৃক্ষমেলা উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় খুলনা মহানগরী ও খুলনা জেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। মাধ্যমিক পর্যায়ে অষ্টম থেকে দশম (স্কুল ও দাখিল) শ্রেণির শিক্ষার্থীদের অনধিক ৫০০ শব্দে, উচ্চ মাধ্যামিকের (কলেজ ও কামিল) শিক্ষার্থীদের অনধিক ৭৫০ শব্দে এবং স্নাতক ও স্নাতকোত্তর-এ (কলেজ, বিশ্ববিদ্যালয় ও সিনিয়র মাদ্রাসা) অধ্যায়নরত শিক্ষার্থীদের অনধিক ১০০০ শব্দে রচনা লিখতে হবে।
রচনার বিষয়বস্তু ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’। রচনা স্বহস্তে এ-ফোর সাইজের কাগজে লিখতে হবে (উভয় পাতায় লেখা যাবে না) এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন থাকতে হবে। কাভার পেজে পাসপোর্ট সাইজের এক কপি ছবি সংযুক্তসহ প্রতিযোগির পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল নম্বর, ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে। রচনা আগামী ২১ জুলাই তারিখের মধ্যে অফিস চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা বরাবর পৌঁছাতে হবে।