November 25, 2024
আঞ্চলিক

খুলনায় বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

 

 

বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে বৃহত্তর খুলনা অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে গতকাল সোমবার বেলা ১১টায় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বাড়ীর সামনে, খুলনা বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো: তৌহিদুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গরীব ও মেহনতি মানুষ যে বিড়ি ধুমপান করে, প্রতি বছর বিড়ির কর বৃদ্ধি করে, বিড়ির দাম বাড়িয়ে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী বৃটিশ আমেরিকান কোম্পানীর সিগারেট ধুমপানে উৎসাহিত করছেন। অথচ বিগত কয়েক বছর ধরে বিএটির বেনসন সিগারেটের দাম না বাড়িয়ে আরো কমানোর ব্যবস্থা গ্রহণ করেছেন। বক্তারা সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানান।

বিড়ির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের প্রায় এক কোটি বিড়ি ধুমপায়ীর পক্ষে মানববন্ধন কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন ভোক্তা পক্ষের সভাপতি মো: তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, সদস্য দীপ্ত রায়, মো: রফিকুল ইসলামু, আসাদ, মনির প্রমূখ। মানববন্দন শেষে এমপি পঞ্চানন বিশ্বাসের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *