খুলনায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
দ: প্রতিবেদক
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো গতকাল বৃহস্পতিবার খুলনায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে খুলনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে সকালে সদর হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ প্রীতিশ কুমার তরফদার, ডাঃ মিজানুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এর আগে সকালে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত¡র থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।