January 22, 2025
আঞ্চলিক

খুলনায় বিভাগীয় কমিশনার কাপ লন টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

তথ্য বিবরণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা অফিসার্স ক্লাব টেনিস গ্রাউন্ডে বিভাগীয় কমিশনার কাপ লন টেনিস টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জনপ্রশাসন সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট ও ফুটবলের সাথে টেনিস খেলাকে দেশে জনপ্রিয় করে তুলতে নির্দেশনা দিয়েছেন। দেশে টেনিস খেলা প্রসারে খুলনা মাইলফলক হিসেবে কাজ করবে উল্লেখ করে সচিব বলেন, এজন্য তরুণদের টেনিস খেলার প্রতি আগ্রহী হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু প্রমুখ। খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে এবং অফিসার্স ক্লাবের ব্যবস্থাপনায় খুলনা বিভাগের ২৫টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *