খুলনায় বিপিএলের ফাইনাল বড় পর্দায় দেখাবে যুবলীগ
এম জে ফরাজী : আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিবিপিএল) ক্রিকেটের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স ও আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহী রয়্যালস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিশেষ এই টুর্নামেন্টের ফাইনালে খুলনা টাইগার্স উন্নীত হওয়ায় উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে খুলনাবাসীর মাঝে।
অনেকেই প্রিয় দলের ম্যাচটি মাঠে বসে উপভোগ না পারলেও নগরবাসীকে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে খুলনা মহানগর যুবলীগ। এজন্য নগরীর শহীদ হাদিস পার্কে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বিপিএল গভর্ণিং বডির চেয়ারম্যান শেখ সোহেল’র সৌজন্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, ‘প্রিয় দলের ম্যাচ অনেকেই মাঠে বসে উপভোগ করতে চান। যেহেতু খেলাটি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সেহেতু অনেকেই মাঠে বসে দেখার সুযোগ পাবেন না, তাই খুলনাবাসীর বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতে খুলনায় বড় পর্দায় দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ শুক্রবারই দুপুরের মধ্যে সকল প্রস্তুতি শেষ হবে। বিসিবি পরিচালক ও ও বিপিএল গভর্ণিং বডির চেয়ারম্যান শেখ সোহেল ভাইয়ের সৌজন্যে এমন আয়োজন করা হয়েছে। তিনি খুলনাবাসীকে শহীদ হাদিস পার্কে এসে বড় পর্দায় খেলা দেখার আমন্ত্রণ জানান।’