November 29, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় বিদেশফেরত চারজন ‘হোম কোয়ারেন্টাইনে’

দ. প্রতিবেদক
করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় বিদেশফেরত চারজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুইজন সিঙ্গাপুর, একজন ভারত ও একজন ওমান থেকে সম্প্রতি খুলনায় ফিরেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
তিনি জানান, তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও সম্প্রতি বিদেশ থেকে আসায় নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে দুইজন তেরখাদা ও দুইজন দাকোপ উপজেলায় নিজ বাড়িতে পর্যবেক্ষণে আছেন। তেরখাদার দুইজন সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন, দাকোপের দুইজনের মধ্যে একজন ভারত ও অন্যজন ওমান থেকে ফিরেছেন।
তিনি আরও জানান, বিদেশফেরত ওই চারজন এখন পর্যন্ত জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছেন। তাদেরকে আইইডিসিআরের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। কেউ সরকারের এই সিদ্ধান্ত না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *