January 2, 2025
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় বিদেশফেরতসহ ১৯৮ জন ব্যক্তি ‘হোম কোয়ারেন্টাইনে’

দ. প্রতিবেদক

খুলনায় বিদেশফেরতসহ ১৯৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তিন ব্যক্তির কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। সম্প্রতি তারা ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি ও কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন।

হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন- খুলনার দাকোপে ২৮ জন, বটিয়াঘাটায় ৯ জন, রূপসায় ৩৫ জন, তেরখাদায় ৮ জন, দিঘলিয়ায় ৩ জন, ফুলতলায় ৮ জন, ডুমুরিয়ায় ৪ জন, পাইকগাছায় ৩৬ জন, কয়রায় ২৭ জন ও খুলনা মহানগরীতে ৪০ জন। এছাড়া ছাড়পত্র পেয়েছেন তেরখাদার ২ জন ও দাকোপের ১ জন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বিদেশফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *