খুলনায় বিজেএ’র জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শত বছরের অধিককাল রপ্তানী বাণিজ্যে নিয়োজিত কাঁচাপাট রপ্তানী বন্ধের অপচেষ্টার প্রতিবাদে ও রপ্তানী, গতিশীল ও সচল রক্ষার অনুকুলে বাংলাদেশ জুট এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার সময় নগরীর দৌলতপুর বিজেএ’র নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ব্যবসায়ী মোঃ কুতুব উদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, খন্দকার আলমগীর কবির, এস এম সাইফুল ইসলাম পিয়াস, মোঃ ইয়াছিন আলী খান, শেখ রওশন আলী, মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, মোঃ শাহাজান কবির, মোঃ ফিরোজ আলম, মোঃ আবুল হোসেন, শেখ অহিদুল ইসলাম, এ এম হারুনার রশিদ, এস এম হাফিজুর রহমান, বিজেএ’র সহকারী সচিব দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ