খুলনায় বিএসটিআই’র অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
দ: প্রতিবেদক
খুলনায় বিএসটিআই’র অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। খুলনার বিজ্ঞ মহানগর হাকিম তরিকুল ইসলাম গতকাল বুধবার এ দণ্ড প্রদান করেন। বিএসটিআই এর পক্ষে উক্ত মামলা পরিচালনা করেন এডভোকেট ড. জাকির হোসেন।
তিনি জানান, ওজন ও পরিমান মানদন্ড আইন ২০১৮ মোতাবেক বিএসটিআই খুলনা সি.আর. ১৪৮/১৯ নম্বর মামলায় মেসার্স নয়ন ষ্টোর, ২৭১ শের- এ- বাংলা রোড, খুলনাকে ২০ হাজার টাকা অর্থদন্ড সি.আর.১৪৯/১৯ নম্বর মামলায় মেসার্স বাংলাদেশ বেকারী, নিরালা মোড়, খুলনাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং গত ইং- ২৬/০৮/১৯ তারিখ সি.আর. ১৫৩/১৯ নম্বার মামলায় মেসার্স পশুপতি ঘোষ ডেয়ারী, দৌলতপুর খুলনাকে গুনগত মান পরীক্ষা ছাড়া দই বিক্রিয় অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন।
উল্লেখ্য, বিএসটিআই খুলনা আঞ্চলিক অফিস, খুলনা অফিসের অধিভূক্ত অঞ্চলে ভেজাল বিরোধী এবং ওজনে কম দেয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যাপক অভিযান পরিচালনা করছেন এবং অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা করছেন।