খুলনায় বিএনপি নেতা দুদুর নামে মামলার আবেদন
দ: প্রতিবেদক
বেসরকারি টিভির টকশোতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও সরকারকে উৎখাতের ঘোষণা দেওয়ার অভিযোগে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের আহŸায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে খুলনায় মামলার আবেদন দাখিল করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে (কোর্ট নম্বর-৩) মামলার আবেদন জমা দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী। চলতি মাসের ১৬ তারিখে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনার বিদায় হবে’। এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই অভিযোগে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা হয়েছে।