November 28, 2024
আঞ্চলিক

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশী বাধার অভিযোগ

 

খবর বিজ্ঞপ্তি

ডিজেল, কেরোসিন ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে শুরু করলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ সমাবেশের ব্যানার ছিনিয়ে নেয়। মাইক কেড়ে নেয়ার চেষ্টা করে। সবকিছু উপেক্ষা করে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আব্দুর রকিব মল্লিক, আশরাফুল আলম নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মাহবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, নিজামউর রহমান লালু, ওয়াহিদুজ্জামান রানা, মুশিদুর রহমান রানা,  ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম, নিয়াজ আহমেদ তুহিন, কাজী মিজানুর রহমান, ওয়াজ উদ্দিন সেন্টু, নাজমুস সাকিব পিন্টু,  এড. এমদাদুল হক, আবু সাইদ শেখ, শরিফুল ইসলাম বাবু, নাজির উদ্দিন নান্নু, জহর মীর, আবুল কালাম শিকদার, বদরুল আনাম, হাসান মেহেদী রিজভী, হাফিজুর রহমান মনি, শেখ জামিল হোসেন, আফসার উদ্দিন মাস্টার, শাহাবুদ্দিন মন্টু, ইসাহাক তালুকদার, কাজী আব্দুল লতিফ, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দীন টারজান, মোস্তফা কামাল, জাহিদ কামাল টিটো, আব্দুর জব্বার, তৌহিদুল ইসলাম খোকন, আব্দুল আলিম, আসলাম হোসেন, নিরু কাজী, মেহেদী হাসান সোহাগ, রিয়াজুর রহমান, নাসির খান, আশরাফ হোসেন, আব্দুর রহমান, বাচ্চু মীর, গোলাম কিবরিয়া আশা, সামসুল বারী পান্না, সাইমুন ইসলাম রাজ্জাক, রাহাত আলী, তানভীর আজম, খন্দকার ফারুক হোসেন, ওহেদুজ্জামান নান্না, আব্দুল মান্নান খান, শামসুর রহমান, আশরাফ হোসেন, শেখ হেদায়েত হোসেন, জাকির হোসেন, আলমগীর হোসেন, মনিরুজ্জামান লেলিন, বাবু মোড়ল, মাসুদুর রহমান ডাবলু, ফকির সাইফুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, সিরাজুল ইসলাম লিটন, জিএম মঈনউদ্দিন, সিদ্দিকুর রহমান, জামাল উদ্দিন মোড়ল, নুরে আব্দুল্লাহ, কাজী ফজলুল কবির টিটো, জাহাঙ্গীর হোসেন, ডা. ফারুক হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *