খুলনায় বাকেশি কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন
সভাপতি মোঃ শাহজাহান, সা. সম্পাদক কামরুজ্জামান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি শিল্পাঞ্চলের বাংলাদেশ কেবল শিল্প কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে লাঙ্গল প্রতিকের প্যানেল থেকে সভাপতি পদে মোঃ শাহজাহান এবং হাতুড়ি প্রতিক প্যানেলের সাধারণ সম্পাদক পদে বেগ কামরুজ্জামানসহ প্যানেল জয়লাভ করেছে। লাঙ্গল প্রতিক প্যানেলের সভাপতি মোঃ শাহজাহান পেয়েছে ৭৭ ভোট এবং হাতুড়ি প্রতিক প্যানেলের সভাপতি পদে মোঃ আব্দুল কাদের খানের প্রাপ্ত ভোট ৭১, এই পদে লাঙ্গল প্রতিকের সভাপতি শাহজাহান ৬ ভোটে জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে লাঙ্গল প্রতিক প্যানেলের মুজিবর রহমান মোড়লকে মাত্র ৩ ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাতুড়ি প্রতিক প্যানেলের বেগ কামরুজ্জামান। এছাড়া হাতুড়ি প্রতিক প্যানেলের সহ-সভাপতি মোঃ মাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শিমুল হোসেন, প্রচার সম্পাদক শেখ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ শাহনেওয়াজ মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য পদে আনোয়ার হোসেন মিন্টু নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানাগেছে, গতকাল বুধবার পুর্বনির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটারা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ৯টি পদে দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ১৫২ জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান এবং সদস্য ছিলেন মিজানুর রহমান ও সরদার আহসান হাবিব।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ