খুলনায় বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাভিশন টিভি ১৪ বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় খুলনা শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পিকচার প্যালেস মোড় অগ্রনী ব্যাংকের সামনে শোভাযাত্রা শেষ হওয়ার পর বাংলাভিশনের খুলনা ব্যুরোতে কেক কাটা হয়।
সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাংবাদিক শেখ দিদারুল আলম, আতিয়ার পারভেজ, বিএল কলেজের সহকারী অধ্যাপক অমল কুমার গাইন, পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: রফিকুল ইসলাম ও সিটি গালর্স স্কুলের প্রধান শিক্ষক শাহ মো: জিয়াউর রহমান স্বাধীণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা বাংলাভিশনের শুভ কামনা করেন।