খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
বিভাগীয়, শিল্প ও বন্দর নগরী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা এবং স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সংবিধানের প্রণয়ন কমিটির সদস্য এ্যাড. এনায়েত আলী, সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা শ্যামল সিংহ রায়, অসিত বরণ বিশ্বাস, ফয়েজুল ইসলাম টিটো, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, সিরাজুল হক নান্নু, জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, জেলা সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক শেখ মোশারফ হোসেন, হায়দার আলী হাওলাদার, অ্যাডভোকেট শাহ মো. সুজায়েত হোসেন, নাগরিক নেতা শাহীন জামান পন, সরদার আবু তাহের, গেøাবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহীন, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব।
এছাড়া খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সাহেব আলী, নবনির্বাচিত ট্রেজার সোহেল মাহমুদ, অমল সাহা, গৌরাঙ্গ নন্দী, শাহ আলম, অধ্যাপক আবুল বাশার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মো. মাহবুব আলম সোহাগ, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক মোতাহার রহমান বাবু, আবু তৈয়ব, সোহরাব হোসেন, রকিব উদ্দীন পান্নু, রাশিদুল ইসলাম, এরশাদ আলী, এ এইচ এম শামিমুজ্জামান, মোস্তফা জামাল পপলু, মিজানুর রহমান মিলটন, মাহবুবুর রহমান মুন্না, দেবব্রত রায়, এইচ এম আলাউদ্দীন, নূরুজ্জামান, গাজী মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, আব্দুল জলিল, রিতা রানী দাস, সোহাগ দেওয়ান, নূর হাসান জনি, বিমল সাহা, মোহাম্মদ মিলন, কামরুল মনি, জয়নাল ফরাজী, রকিবুল ইসলাম মতি, জাহাঙ্গীর আলম, দিলিপ বর্মন, আহমদ মুসা রঞ্জু, শেখ আব্দুল হামিদ, ইমাম হোসেন সুমন, হেলাল মোল্লা, তরিকুল ইসলাম তুহীন, শেখ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে খুলনা প্রেসক্লাবে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক।