January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় বন্ধুর বিয়েতে অতিরিক্ত মদপানে ছাত্রলীগকর্মীর মৃত্যু : গুরুতর অসুস্থ ২

দ. প্রতিবেদক
খুলনার পাইকগাছায় বন্ধুর বিয়েতে গিয়ে মদপানে নবদ্বীপ হালদার (২৪) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের বাড়ী পাইকগাছার খড়িয়া ও পৌরসভার সরল গ্রামে। মৃত নবদ্বীপ হালদার খড়িয়া গ্রামের বিকাশ চন্দ্র হালদারের ছেলে।
অসুস্থরা হলেন- সরল গ্রামের অনুকুল ব্যানার্জীর ছেলে নব কুমার ব্যানার্জী (২২) ও একই গ্রামের সুকুমার চক্রবর্তীর ছেলে পার্থ প্রতীম চক্রবর্তী (৩০)। মৃত নবদ্বীপ হালদার ও গুরুতর অসুস্থ নব কুমার ব্যানার্জী সক্রিয় ছাত্রলীগ কর্মী। এছাড়া পার্থ প্রতীম চক্রবর্তী খুলনা জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক।
জানা যায়, পাইকগাছা উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামের চিত্তরঞ্জন মন্ডলের ছেলে অমিত মন্ডলের সাথে কেশবপুর উপজেলার চুয়োডাঙ্গা গ্রামের বিকাশ মল্লিকের মেয়ের সাথে শনিবার রাতে বিয়ে হয়। বিয়ের বরযাত্রীতে যাওয়া অমিতের বন্ধু নবদ্বীপ হালদার, সরল গ্রামের নব কুমার ব্যানার্জী ও পার্থ প্রতীম চক্রবর্তী দাওয়াত খেয়ে ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পাইকগাছায় পৌছানোর পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গতকাল রবিবার খুলনায় যাওয়ার পথে কপিলমুনি পৌছালে সকাল ৮টায় নবদ্বীপ হালদার মারা যায়। নবকুমার ও পার্থ গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের রিপোর্টে দেখা যায়, অ্যালকোহল পানে তারা অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, মৃতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অমিত জানায়, বিয়ের অনুষ্ঠানে অন্য কোন অতিথিদের সমস্যা হয়নি। সেখানের খাবারে কোন সমস্যা ছিল না।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *