December 29, 2024
আঞ্চলিক

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

খুলনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ রানা ওরফে মাসুদ (৩৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান, একটি চাপাতি, একটি বড় ছোরা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর নিরালা কবরস্থান সংলগ্ন দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মাসুদ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনা মহানগরের পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিরালা দীঘিরপাড় কবরস্থান এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় সদর খানা পুলিশ। এসময় পুলিশের সঙ্গে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মাদকবিক্রেতা মাসুদ রানা নিহত হন।

নিহত মাদকবিক্রতা মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশে এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *