খুলনায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন
দ. প্রতিবেদক
জেলা প্রশাসন ও শিশু একাডেমি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, কেককাট ও পুরস্কার বিতরণ করা হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিতেন। কিন্তু ১৫ আগস্ট ১৯৭৫ সাল ধানমন্ডির নিজ বাসবভনে দুস্কৃতকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে। এঘটনা কেবল বাঙালি জাতির ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বলেন, কোন শিশু যেন অবহেলিত না থাকে সেদিকে অভিভাবকসহ সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশু অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলমগীর করিব, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে সকালে খুলনা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একই স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স এর উদ্যোগে কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
নগর যুবলীগ : বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরন করেছে খুলনা মহানগর যুবলীগ। গতকাল রবিবার বাদ যোহর দলীয় কার্যালয়ে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এসময় তিনি বলেন, রাসেল বেঁচে থাকলে তার বয়স হতো ৫৬ বছর। বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে ওঠা ৫৬ বছরের একজন সুদর্শন পুরুষ সুশিক্ষিত সুনাগরিক হিসাবে গড়ে উঠে হয়তো এই দেশের দায়িত্ব নিতেন। তার নেতৃত্বে হয়তো দেশ আজ আরো উন্নয়নের দিকে ধাবিত হতো। ৭৫ এর সেই নৃশংস রাতে আমরা হারিয়ে ছিলাম এই উজ্জল সম্ভাবনাময় নেতৃত্বকে।
এসময় বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বঙ্গবন্ধুর ভ্রাতাষ্পুত্র ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ পরিবহন মালিক গ্রæপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল। মিলাদ পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ খ ম জাকারিয়া।
মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মুন্সি মো: মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জাহাঙ্গীর হোসেন খান, কাউন্সিলর আলী আকবর টিপু, হাফেজ মো: শামীম, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, ফায়েজুল ইসলাম টিটো, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাড. আল আমিন উকিল, মো: আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কে. এম. শাহীন, ইয়াসিন আরাফাত, মো: রাশেদুল ইসলাম, ইলিয়াস হোসেন লাবু, মোস্তাইন বিন ইদ্রিস চঞ্চল, তাজদিক উর রহমান জয়, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নগর ছাত্রলীগ : বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে মহানগর ছাত্রলীগ। গতকাল রবিবার শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে বাদ আসর এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুবনেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, নজরুল ইসলাম দুলু, মহানগর ছাত্রলীগ নেতা রণবীর বাড়ৈ সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হিরা, শামীমা সুলতানা হৃদয়, সৌরভ আশ, দিদারুল ইসলাম, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেশ, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, মো: গালিব হোসেন, শাহ আরাফাত রাহীব, রায়হান শেখ মুন্না, নিশাত ফেরদৌস মুন্না, নিশাত ফেরদৌস অনি, বাবু ইসলাম, মো: আলী হোসেন, পিয়াল, আলামিন, মিরাজ, রাফসান সানি, জনি-সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ : শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও কেকে কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আনিসুর রহমান কবির এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক নূর হাসান জনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগ এর সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগ এর সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাংবাদিক নেতা এস এম জাহিদ হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও সাংবাদিক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা সুলতানা রনজু, সহ-সভাপতি নাহিদ রেজা রানা, শেখ নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু, দপ্তর সম্পাদক মো: রায়হান মোল্যা, এস এম মিশকাতুল ইসলাম, কাজী মিকু, শেখ রিজাউল করিম, শাহানা পারভীন, সাগর খান, আরিফুল ইসলাম, শাহ্ আরাফাত রাহীব, মনিরুল ইসলাম প্রিন্স, সিয়াম শেখ, ইসলাম মৃধা ইমন, আইজাজ কবির আলিফ, আসরাফুল কবির রাজন, মোঃ তৌহিদুজ্জামান, শেখ রাকিবুল ইসলাম রাজু, ওসমান গণি জুয়েল, লাবণী আক্তার, তিশা, মাকসুদা খাতুন, হাফিজুর রহমান, মোঃ রবিউল হোসেন খান প্রমুখ।