December 23, 2024
আঞ্চলিক

খুলনায় প্রিয়া সাহার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের দুটি মামলা খারিজ

দ: প্রতিবেদক

বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করায় খুলনার আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা দুইটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

গতকাল রবিবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল ও নগরীর স্টেশন রোড এলাকার মৃত রাজেন্দ্রনাথ সাহার ছেলে মদন কুমার সাহা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম বাদী পক্ষের বক্তব্য শোনেন। যেহেতু এ ধারার মামলা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন সেক্ষেত্রে পরবর্তী তারিখ নির্ধারণের জন্য অপেক্ষমান রাখেন। দুপুরের পর মামলা দুটি খারিজ করে দেন।

মামলা দুটির অভিযোগে বলা হয়েছে, আসামি একজন রাষ্ট্রের বিরুদ্ধে ষডড়যন্ত্রকারী, নিন্দাকারী তথা রাষ্ট্রদ্রোহী ব্যক্তি। ঘটনার দিন গত বুধবার (১৭ জুলাই) ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন নারী পুরুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহিত সাক্ষাৎ করেছেন। সংখ্যালঘুদের বিপদে পাশে দাঁড়াানোর জন্য তারা ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা জানান। এ সময়ে আসামি প্রিয়া সাহা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ট্রাম্পকে জানান যে, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষ নিখোঁজ রয়েছেন। বাংলাদেশে তার (আসামির) বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জায়গা জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, তবু তিনি (আসামি) ন্যায় বিচার পাননি।

প্রিয়া সাহা আরও বলেছেন, বাংলাদেশে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে, দয়া কের তাদের সাহায্য করুন। তার এ বক্তব্যে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। রাষ্ট্রের বিষয়ে এ ধরনের ষড়যন্ত্রকারী প্রিয়া সাহাকে একজন রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচারের আওতায় আনা জরুরি। বাদীদের পক্ষে মামলা দুটির ফাইলিং আইনজীবীরা হলেন মো. শাহ আলম ও মোসা. শাম্মী আক্তার।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *