খুলনায় প্রায় তিন লাখ রুপি মূল্যমানের ভারতীয় জাল নোটসহ আটক ৩
দ. প্রতিবেদক
খুলনায় প্রায় তিন লাখ রুপি মূল্যমানের ভারতীয় জাল নোটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার কয়রা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কয়রা থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।
আটকরা হলেন- কয়রা থানাধীন ফতেকাটি এলাকার মোঃ আমিন উদ্দিন মোল্লার ছেলে সাইফুল ইসলাম (২২), সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন কুড়িকাহুনিয়া গ্রামের রেজাউল করিম এর ছেলে মোঃ রমজান আলী (২৩) ও হাবিবুর রহমান গাজীর ছেলে মোঃ কাজল ইসলাম (৩৮)।
জেলা ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম) এর নির্দেশনায় এসএম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, ‘‘এ’’ সার্কেল এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান চক্র গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে কয়রা থানাধীন আমাদি বাজারে অবস্থানকালে বুধবার বিকেলে ওই তিনজনকে আটক করা হয়। এসময় আসামিদের দেহ তল্লাশীকালে তাদের হেফাজত হতে সিমেন্টের বস্তার তৈরি ব্যাগের মধ্যে টুকরা টুকরা কাপড় দ্বারা মোড়ানো ২ লাখ ৯৬ হাজার ভারতীয় জাল রুপি এবং আসামিদের হেফাজত হতে ১টি নীল রঙের রেজিষ্ট্রেশনবিহীন ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেন।
ডিবি পুলিশ আরও জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার এলাকা থেকে ভারতীয় জাল রুপি সংগ্রহ করে খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায় বাংলাদেশী টাকার বিনিময়ে সরবরাহ সহ আদান প্রদান করে। এ বিষয়ে ভারতীয় জাল নোট হেফাজতে ও বাংলাদেশি টাকার বিনিময়ে খাটি বলে প্রতারণা করার জন্য এক বা একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে কয়রা থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন / এম জে এফ