খুলনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি
দ. প্রতিবেদক
খুলনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। সোমবার বিকেলে বিজয়া দশমীতে নগরীর জেলখানা ঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এদিকে বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিএএ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সরেজমিন দেখতে খুলনা মহানগরীর প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত স্পট তথা জেলখানা ঘাট এলাকায় যান।
এসময় নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতার ব্যাপারে পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করেন। প্রতিমা বিসর্জনের জন্য আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্যাব-৬, বাট্যালিয়ন আনসারের সদস্যগণ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ