December 22, 2024
আঞ্চলিক

খুলনায় প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী

তথ্য বিবরণী

খুলনায় ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধীর ক্ষমতায়ন প্রকল্পের’ আওতায় ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা মেধা ও যোগ্যতায় অন্য সাধারণ মানুষের থেকে কোন অংশে কম নয়। তাদের একটু সুযোগ সৃষ্টি করে দিলে তারা অন্যদের থেকে অনেক ভাল কিছু করতে পারে। এসডিজির অন্যতম লক্ষ্য হলো কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয়। সুবর্ণ নাগরিকরা (প্রতিবন্ধী) যাতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগের সুবিধা থেকে বঞ্চিত না থাকে সেজন্য সরকার এ ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে।

সনদপত্র বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক সোহেল রানা, শিবলী আবেদীন এবং সিএসআইডি প্রকল্পের সমন্বয়কারী মোঃ আশেক আলী।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *