খুলনায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন
দ. প্রতিবেদক
খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে সোমবার নগরীর বয়রাস্থ কেএমপি’র পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উদযাপন উপলক্ষে র্যালি, শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত, নিহতদের জন্য ১ মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি (কমান্ড্যান্ট) পিটিসি মহাঃ আশরাফুজ্জামান (বিপিএম), অতিঃ ডিআইজি (অপস্ এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম (বিপিএম), অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত ডিআইজি, (ডেপুটি কমান্ড্যান্ট) পিটিসি হাবিবুর রহমান খান, অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ।
এছাড়া আলোচনা সভায় উপস্থিতি ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোছাঃ তাসলিমা খাতুন, রাশিদা বেগম, এম এ জলিল, খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম), মোহাম্মদ এহসান শাহ্, রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), বি এম নুরুজ্জামান (বিপিএম), সৈয়দ মুশফিকুর রহমান, মো: আনিচুর রহমান, শেখ মনিরুজ্জামান মিঠু, মোঃ কামরুল ইসলাম, মনিরা সুলতানা, মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর কমিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ একেএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরদার মাহাবুবুর রহমানসহ কেএমপি, খুলনা রেঞ্জ ও সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ