December 27, 2024
আঞ্চলিক

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৫

দ: প্রতিবেদক

খুলনা জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা জেলার ৯ থানা ও মহানগরের ৮ থানা এলাকা থেকে অভিযান চালিয়ো তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মাদকবিক্রেতাসহ মোট ৪৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের কাছ থেকে ৭৪ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং মোট পাচাটি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানানগত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে ১৩ জন মাদক বিক্রেতাসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।  তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও দুই লিটার দেশি মদ জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *