খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৬
দ: প্রতিবেদক
খুলনা জেলা ও মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ০৯ মাদক বিক্রেতাসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মহানগরী ও জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আনিচুর রহমান জানান, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ১৪ জুন সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৪ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোট ৩টি মাদক মামলা রুজু করা হয়।
কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (সদর ও পিআর) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৬ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ৫৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। চারটি মাদক মামলা রুজু করা হয়েছে।