খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১০৬
দ: প্রতিবেদক
খুলনা জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ১০৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার ৯ থানা ও মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জন মাদকবিক্রেতাসহ ৬৩ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার ৯ থানা এলাকা থেকে এসব মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ও ৬৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সাতটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরের ৮ থানা এলাকা থেকে ১০ জন মাদকবিক্রেতাসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।