খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭৪
দ: প্রতিবেদক
খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৭৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ ৩৮ ও জেলা পুলিশ ৩৬ জনকে আটক করেছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কেএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৭৫ গ্রাম গাঁজা, ৩ বোতল কেরু, ৩ বোতল হুইস্কি, ২৪ ক্যান বিয়ার ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতের কাছ থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। খুলনা জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক ব্যবসায়িদেরকে গ্রেফতারে ধারাবাহিক অভিযান চলছে বলে জানা যায়। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৩৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।