খুলনায় পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশি কিশোরদের শুভ সূচনা
ক্রীড়া ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল। পাকিস্তানের অনূর্ধ্ব-১৬ দলকে ৮৯ রানে হারিয়েছে কিশোর টাইগাররা। গতকাল শনিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৬ রান করেছেন মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট হাতে ৩৫ রানে অপরাজিত ছিলেন আজিজুল হক রনি। ৩৪ রান এসেছে সাকিব শাহরিয়ারের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ফরহাদ খান।
জবাবে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। একমাত্র কাশিফ আলির ৬৪ রানের ওপর ভর করে কিছুটা প্রতিরোধ করেছিল অতিথিরা। মোহম্মদ ওয়াকাস করেছেন ২৭ রান। ১৯ রানে অপরাজিত ছিলেন আসির মোগল। ব্যাটিংয়ের মতো ব্যাট হাতেও সফল রনি ও রাব্বি। ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রনি। সমান দুই উইকেট নিতে রাব্বির খরচ হয়েছে ৩১ রান। ৩৪ রানে দুই উইকেট নিয়েছেন মুশফিক হাসানও। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৩ মে। এর আগে দুই দলের তিনদিনের দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।