খুলনায় পরিবেশ আদালত বাস্তবায়ন দাবীতে স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্ণার এর ইনভায়রনমেন্ট ক্লাবের পক্ষ থেকে খুলনার সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে খুলনায় পরিবেশ আদালত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা,রাজীব হাসনাত শাকিল, আমেরিকান কর্ণার খুলনার কো-অডিনেটর ফারজানা রহমান,ছায়া বৃক্ষের,প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, ছায়া বৃক্ষের,সদস্য কামাল মুনির,সাংবাদিক খলিলুর রহমান সুমন,ও বিডি ক্লিন, পরিবর্তন খুলনা ও ইয়োর্থ নেক্সস এর স্বেচ্ছাসেবকরা।