খুলনায় পরিবেশ আদালতের দাবিতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
আমেরিকান কর্নার খুলনার এনভায়রনমেন্ট ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় শিববাড়ী মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তাগণ বলেন, খুলনাঞ্চলের বাস্তবতা এত কঠিন যে, পরিবেশ আইন অনুযায়ী কেউ অপরাধ করলে আদালতের অভাবে এসবের বিরুদ্ধে ভুক্তভোগীরা চাইলেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। তাই খুলনা বিভাগকে মানুষের বসবাস উপযোগী রাখতে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ যথাযথ বাস্তবায়ন করার জন্য খুলনা বিভাগে সরকার ঘোষিত পরিবেশ আদালত স্থাপন এখন সময়ের দাবি।
মানব বন্ধনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম, রাজিব হাসনাত শাকিল (ডিরেক্টর অব স্টুডেন্ট’স অ্যাফেয়ার্স), মোঃ মাহমুদ হাসান (সহকারী পরিচালক), ইউএস স্টেট এলামনাই আবু হেনা মোস্তফা জামান পপলু, মোঃ তৌহিদুর রহমান, মাহফুজুর রহমান মুকুল (বিভাগীয় সমন্বয়ক বেলা), এ্যড. বাবুল হাওলাদার (সমন্বয়ক বাপা খুলনা), শাহ মামুনুর রহমান তুহিন (চেয়ারম্যান, গ্লোবাল, খুলনা), আমেরিকান কর্নার খুলনার সমন্বয়কারী ফারজানা রহমান, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা এবং ছায়াবৃক্ষ, পরিবর্তন খুলনা, ইয়ুথ নেক্সাস, এনভায়রনমেন্টাল এওয়্যারনেস ক্লাব খুবি, ইজি ডোর এবং বিডি ক্লিন খুলনার সেচ্ছাসেবকগণ ও ভুক্তভোগীরা।